রাজ্য প্রতিবনন্ধী দ - Latest News on  রাজ্য প্রতিবনন্ধী দ| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্য প্রতিবনন্ধী দিবসের মিছিলে পা মেলাল ওরাও

রাজ্য প্রতিবনন্ধী দিবসের মিছিলে পা মেলাল ওরাও

Last Updated: Monday, December 3, 2012, 23:04

আজ রাজ্য প্রতিবন্ধী দিবস। কলকাতার রাজপথে সমানাধিকারের দাবীতে সোচ্চার হলেন শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষেরা। সোমবার রানি রাসমণি রোডের সমাবেশ থেকে উঠে এল সামাজিক অধিকার, আর্থিক পুর্নবাসনের দাবি। রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অনেকেই।